১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সকাল ১০টায়

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলিগ জামাতের বিশ^ ইজতেমার সাদপন্থীদের পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম।
সোমবার আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও সা’দপন্থীদের দাবির প্রেক্ষিতে একদিন বাড়ানো হয়। সোমবার বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় ধর্মীয় বয়ান।
বাদ ফজর বয়ান করেন দিল্লির হযরত মাওলানা মুরসালিন। বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ মনসুর। জোহর থেকে মাগরিব পর্য তাবলিগ জামাতের শীর্ষ পর্যায়ের মুরব্বি দিল্লির হযরত মাওলানা শাহজাত, বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা শওকত হোসাইন বয়ান করেন।
দ্বিতীয় এই ইজতেমা রোববার থেকে শুরু হয়েছে। ঘন কুয়াশা, কনকনে শীতের মধ্যেই তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকারের মধ্যদিয়ে সোমবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
বিশ্ব তাবলিগ জামাতের আমির দিল্লির হযরত মাওলানা সা’দ এর নির্দেশক্রমে তাবলিগ জামাতের ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইজতেমা ময়দানে রয়েছেন। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইজতেমার এ পর্বের মুরব্বি মাওলানা আশরাফ আলী।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম।
তিনিই মাওলানা সা’দের পরামর্শে আজকের মোনাজাত পরিচালনা করবেন। ব্রিফিংয়ে সা’দপন্থীদের মুরব্বি মাওলানা আশরাফ আলী বলেন, যতদিন পর্যন্ত আদর্শগত পার্থক্য থাকবে ততদিন পর্যন্ত একসঙ্গে ইজতেমা করার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হতে চাই। তিনি ছাড়া বিশ্ব ইজতেমায় পরিপূর্ণতা আসে না। আদর্শগত ভিন্নতার কারণে ভিন্নভাবে ইজতেমা হচ্ছে।

ইজতেমার শ্রোতাও ভিন্ন, বক্তা ভিন্ন, আলোচনা হচ্ছে ভিন্নভাবে আর আদর্শও ভিন্ন। ফলে এটাকে সব দিক থেকে এক ইজতেমা বলার উপায় নেই। এবারের ইজতেমা আয়োজনে স্বরাষ্ট্র ও ধর্মপ্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কথা তিনি স্বীকার করেন।
তিনি বলেন, তারা যদি ভুল বুঝতে পারে যে তাদের এ ধরনের সংঘাতে যাওয়া ক্ষতি হচ্ছে, মুসলমানের ক্ষতি হচ্ছে তাহলে আগে যেমন মাওলানা সা’দ সাহেবের নিজাম উদ্দিনের পরিচালনায় একসঙ্গে ইজতেমা হতো এর পরেও সেভাবে হবে। ব্রিফিংয়ে মাওলানা আশরাফ আলী ছাড়াও বিদেশি মেহমানদের জিম্মাদার রেজা আরিফ, মুরব্বি আবদুল্লাহ শাকিল, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ৯:০৭ পূর্বাহ্ণ