১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

কাশ্মীরে ফের হামলা, মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে একজন মেজরসহ আরও চার ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য।
রবিবার মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে। এবার হামলা পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায়।
বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ সেনা নিহত হওয়ার ঘটনার মাত্র ৪ দিন পর আবারও হামলার ঘটনা ঘটলো।
জানা গেছে, পাল্টা আঘাত হেনেছে ভারতীয় সেনারাও। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের সময় নতুন করে ওই চার সেনা নিহত হন।
আনন্দবাজার জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছিল। একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গেছে। এছাড়া দুই জঙ্গিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

এদিকে নতুন এই হামলার ঘটনায় আহত জওয়ানদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গি ভারতীয় সেনাবহরে হামলায় এখন পর্যন্ত ৪৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত রয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ