আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে দুই ট্রাক বিস্ফোরক তৈরির উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার বীরভূমের স্থানীয় একটি বাজার এলাকার কাছে এই ৩২ হাজার ৭৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। দুটি ট্রাকে ৬৫৫টি ব্যাগে এসব অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। এসব বিস্ফোরক উপাদানের মাত্র ২ ভাগ দিয়েই একটি বহুতল ভবন গুড়িয়ে দেয়া সম্ভব।
প্রথমে ভারতের ৬০ নম্বর জাতীয় সড়কের রামপুরে মঙ্গলবার ভোরে ১০ চাকার একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়। এরপর পঞ্চমীর তালবন্ধ গ্রামের এক গুদামে দ্বিতীয় ট্রাক থেকে নামানোর সময় আটক করা হয় আরো ৩০৫ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট।
ওই গুদামের মালিক বিপুল মণ্ডল বিভিন্ন পাথর কোয়ারিতে ব্যবহারের জন্য বিস্ফোরক সরবরাহ করে থাকেন। তবে দুই ট্রাক অ্যামোনিয়াম নাইট্রেট আটকের পর থেকে তিনি লাপাত্তা। হায়দারাবাদ ও মহারাষ্ট্র থেকে বিস্ফোরকগুলো আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় গুদামের দুই কর্মীকে আটক করেছে। তবে দুই ট্রাকের চালক ও হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি।
বীরভূমের পুলিশ সুপার এন সুধীর কুমার বলেন, আমরা ট্রাক মালিকের পরিচয় জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, বিস্ফোরকের উপাদানের এই চালান পাশের রাজ্য ঝাড়খণ্ডে যাচ্ছিল। ভারতের ওই এলাকা মাওবাদী অধ্যুষিত। বীরভূমের সঙ্গে ঝাড়খণ্ডের ৩৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ