১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

মওদুদ আহমদের বাড়ি দখলের কাজ শুরু রাজউকের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ি  দখলের  কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেখানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাজউকের একটি দল সেখানে গেছে। পুলিশ সেখানে উপস্থিত আছে।

মওদুদ আহমদ গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের যে বাড়িটি বসবাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) রোববার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব।’

রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এ বাড়িটির সঙ্গে আমার জীবন জড়িত। এ বাড়িতে বিশ্ববরেণ্য অনেক রাজনীতিক এসেছেন। আমার সন্তানেরা এখানে বড় হয়েছে। তাই এ বাড়িটি ছাড়ছি না।’

সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও কেন বাড়িটি ছাড়বেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলে থাকার কারণে সরকার এ বাড়ি ছাড়ার প্রক্রিয়া হাতে নিয়েছে। আদালতে রিভিউ খারিজ হয়েছে কিন্তু বাড়ি ছাড়ার কোনো অর্ডারতো আমাকে কেউ দেয়নি। বাড়ি ছাড়ার অর্ডার দিলে তখন আমি আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আইনেরও অনেক দিক আছে, বাড়ি আমি ছাড়ব না।’

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ