১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে খানাখন্দ, দুটি ব্রিজও ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন সংস্কারের অভাবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুতপূর্ণ তিনটি আঞ্চলিক সড়কে কার্পেটিং উঠে গিয়ে কাঁদামাটি, খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অতিঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই সড়কগুলোর দুটি ব্রিজও। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। এতে ওই সড়কগুলো দিয়ে চলাচলরত হাজার হাজার মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। অথচ সড়ক তিনটি সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এলাকাবাসী, ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিক সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ প্রধান আঞ্চলিক সড়ক রয়েছে। এরমধ্যে এলজিউডির অধীনে মৌচাক-ফুলবাড়িয়া সড়ক, সড়ক ও জনপথ বিভাগের অধীনে কালিয়াকৈর-ফুলবাড়িয়া ও কালিয়াকৈর-ধামরাই সড়ক দুটি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কগুলোর দুই পাশের মাটি সরে গেছে এবং কার্পেটিং উঠে কাঁদামাটি, খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এছাড়া কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদীর ওপর বেইলি ব্রিজ এবং কালিয়াকৈর-ধামরাই সড়কের বড়দল এলাকায় ঢালাই ব্রিজটি অতিঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন সুষ্টি হচ্ছে, নষ্ট হচ্ছে যানবাহন, তেমনি ঘটছে দুর্ঘটনাও। দুর্ঘটনার কবলে পড়ে অকালে ঝড়ে যাচ্ছে তাজাপ্রাণ।

শুক্রবার ও শনিবার ওই তিনটি সড়ক ঘুরে দেখা যায়, উপজেলার মৌচাক-ফুলবাড়ি সড়কের জামালপুর চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফিড ভর্তি একটি ট্রাক গর্তে আটকে পড়ে। পরের দিন শুক্রবার সকাল ১১টার দিকে ভুট্টাভর্তি অপর একটি ট্রাক একই স্থানে আটকে যায়।

ব্যবসায়ী শাজাহান মিয়া, মোশারফ হোসেন, রুবেল মিয়া, ট্রাকচালক দীলিপ চন্দ্র বর্মণ বলেন, ওই সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের কারণে প্রতিদিনই ২-৩টি গাড়ি আটকা ও বিকল হচ্ছে। সড়কের জামালপুর চৌরাস্তা ছাড়াও ভান্নারা, স্বাকাস্বর মোড়, আকুলিয়াচালা, ঠাকুরপাড়া, চাবাগান, বান্দরমার্কেট, গাছবাড়ি, খলসাজানি, ফুলবাড়িয়া এলাকাসহ প্রায় ১৯ কিলোমিটরের পুরো সড়কেই বেহাল অবস্থা।

উপজেলা এলজিইডি প্রকৌশলী সালমান রহমান রাশেল জানান, টেন্ডারের মাধ্যমে ২৫৮১ মিটার রাস্তার কাজ চলছে। বাকী রাস্তার কাজ পর্যায়ক্রমে হবে।

এরপর কালিয়াকৈর-ফুলবাড়ি সড়কের প্রায় ১৮ কিলোমিটারের পুরোটাই ভাঙ্গাচুড়া ও খানাখন্দে ভরপুর। ইট দিয়ে কোন রকমে জোড়াতালি দিলেও তা উঠে যাচ্ছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা মেদীআশুলিয়া বাজারের দুপাশে, বাংলাবাজার, শিমুলিয়া, খালপাড়, কালিয়াকৈর বাজার এলাকায়। এছাড়া ওই সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদীর ওপর বেইলি ব্রিজটি অতিঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোড়াতালি দিয়ে ব্রিজটি কোন রকমে সচল রাখা হয়েছে। কালিয়াকৈর-ধামরাই প্রায় ১৫ কিলোমিটার সড়কের শুরুতেই কালিয়াকৈর বাজার এলাকায় খানাখন্দ ও গর্তে ভরপুর।

পিকআপ চালক রুবেল মিয়া, টেম্পু চালক বনবাসী সরচার, রানা মিয়া, আব্দুর রহিম, মঙ্গল আলী বলেন, এসব সড়কের খানাখন্দ, ছোট-বড় গর্ত ও ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর কারণে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। বিভিন্ন সময় যানবাহনও বিকল হয়ে পড়ছে।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার বশির আহম্মেদ জানান, সড়কের যেখানে খুব খারাপ অবস্থা সেখানে মেরামত করা হয়েছে। সড়কের অবস্থা ও ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর বিষয়টি উপরের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগির দুটি সড়কের পুরোটাই সংস্কার করা হবে। এছাড়া পর্যায়ক্রমে ব্রিজগুলো নতুন করে তৈরি করা হবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ