১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৫২

ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ শহরের কোরাপাড়া থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের লোকমান হোসেেনর ছেলে আব্দুস সবুর (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালা গ্রামের জাকের আলীর ছেলে আব্দুল হালিম (২৬)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের কোরাপাড়ায় নীল রতনের বাড়ীতে সবুর ও হালিম অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে আভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সেসময় তল­াশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ