১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

কাশ্মীরে সামরিক বহরে হামলায় ৪২ ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। হামালায় অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের পুলবামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের একটি বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে।
কিছু সংবাদমাধ্যম বলছে, সিআরপিএফের সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতের কাশ্মীরসহ কিছু এলাকায় সংঘাত নিয়ন্ত্রণে কাজ করে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সশস্ত্র বিশেষায়িত বাহিনী সিআরপিএফ।
এদিকে, এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। আদিল আহমেদ নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তার বাড়ি পুলওয়ামার কাকাপুরায় বলে জেনেছে তারা। ২০১৮ সালে তিনি জইশ-ই-মহম্মদে যোগ দেন।
সিআরপিএফের কর্মকর্তারা বলছেন, এটি একটি জঙ্গি হামলা। এর তদন্ত চলছে। খোঁজে বের করা হবে। গাড়ির মাধ্যমে বড় ধরনের এ হামলাটি চালানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১১:৩১ পূর্বাহ্ণ