১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

সোহরাওয়ার্দীর ১২শ’ রোগী ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর প্রায় ১২ শতাধিক রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার জানান, হাসপাতালের ১২০০ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৮টি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন থেকে সাত দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১১:৩৪ পূর্বাহ্ণ