নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ইতোপূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি বিষয়টি নিয়ে বৈধতা প্রশ্নে রুলও জারি করেন আদালত।
নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদ করেন ওখানকার ব্যবসায়ীরা।
পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

