১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খিলক্ষেত শেওড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৪৭ ও ৭০ বছর হবে বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাজধানীর শেওড়া রেললাইন এলাকায় ভোরে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ২:৩৮ অপরাহ্ণ