১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৩

যশোর বোর্ডে এসএসসির আইসিটি পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের প্রশ্নপত্র দেওয়া হলে দেখা যায়, এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটির আর অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন থেকে।

আগামীকাল ক্যারিয়ার বিষয়ের পরীক্ষা। এটি বাতিল হবে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৯ ২:৫২ অপরাহ্ণ