১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

খালেদা জিয়ার মুক্তি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই কেবল কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সবাই জানে যে প্রধানমন্ত্রীই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে, এতে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই’, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে আজ মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

এ বিএনপি নেতা অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে না দেওয়া হচ্ছে মুক্তি, না সুচিকিৎসা। ’

‘বিএনপি কেয়ামত পর্যন্ত নালিশ করতেই থাকবে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিএনপির নালিশ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের নালিশ। অনাচার, বাক স্বাধীনতা, গণতন্ত্র কায়েম, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠার নালিশ। নজিরবিহীন মিডনাইট ভোটের বিরুদ্ধে নালিশ। আওয়ামী লীগ সরকারের অবৈধসত্ত্বার বিরুদ্ধে নালিশ। এই নালিশ শুধু ন্যায়সঙ্গত নয়, এটি সময়ের দাবি। ’

সম্মেলনে কারাবন্দী খালেদা জিয়াসহ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, আসলাম চৌধুরী, ফজলুল হক মিলনসহ হাজারো নেতাকর্মীর মুক্তি দাবি করেন রিজভী।

এ সময় বিএনপি নেতা সাহিদা রফিক, শওকত মাহমুদ, আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, রফিক হাওলাদার, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১:০৪ অপরাহ্ণ