১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

৯৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ থেকে ৯৯ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়াস্থ নাফ নদীর মোহনা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের আছিক্কা পাড়ার মৃত সৈয়দ উল্লাহর পুত্র মোহাম্মদ জাকির (৩১) ও একই এলাকার মৃত আবুল মিয়ার পুত্র আবদুর রহমান (৫২)।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ