১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

রোববার তিন পার্বত্য জেলায় অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিবেদক:

তিন পার্বত্য জেলায় আগামী রোববার (১১ জুন) আধাবেলা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রাঙামাটির লংগদু সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের গ্রেফতার এবং নিরীহ বাঙালিদের গণ-গ্রেফতারের প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।

গত ১ জুন বৃহস্পতিবার নুরুল ইসলাম নয়নকে (৪০) দিঘীনালার চার মাইল নামক স্থানে উপজাতীয় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। হত্যার জেরে উত্তেজিত বাঙালিরা পাহাড়ীদের ৩০/৩৫টি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আগুন জ্বালানোর ঘটনায় মামলা হলে পুলিশ নিরীহ বাঙালিদের গ্রেফতার করে। এসব ঘটনায় পাহাড়ি-বাঙালির নেতাকর্মীরা সংগঠিত হয়ে নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিকে ঘিরে আবার অশান্ত হয়ে উঠছে পাহাড়। লংগদুর বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে আগামী রোববার তিন জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে। বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আলমামুন ভূঁইয়া এ ঘোষণা দেন।

অন্যদিকে কল্পনা চাকমা’র অপহরণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে বিক্ষোভ সমাবেশ করে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি। তাদেরকে নিরাপত্তাবাহিনী সরিয়ে দিতে চাইলে তারা নিরাপত্তাবাহিনীর উপর চড়াও হয়ে উঠে। এ সময় তাদের হামালায় ৯ বিজিবি ও পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে একজন হাবিলদার ও একজন ডিবি পুলিশ রয়েছে। এসময় ১৯ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, স্বনির্ভর এলাকায় কিছু সময় উত্তেজনা ছিল, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ