অনলাইন প্রতিবেদক :
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। জুয়েলারি শিল্পের জন্য ‘ব্যবসাবান্ধব’ স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়ন ও আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া না হলে রোববার (১১ জুন) থেকে তারা এ ধর্মঘট পালন করবেন। বুধবার (০৭ জুন) দুপুরে বায়তুল মোকাররমে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) অফিসে এক সভায় ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সমিতির সহসভাপতি এনামুল হক খান। তিনি বলেন, এসব দাবিতে ১২ জুন বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া ১৫ জুন ঢাকায় সমাবেশ করা হবে। বাজুসের এ নেতা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের অপসারণ দাবি করেন।
দৈনিক দেশজনতা/ এমএইচ