২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে।
গত ১৬ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকবর আলী এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন। ওই দিন রাষ্ট্র পক্ষে সময় চাইলে আদালত এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগ জামিন আবেদন নিষ্পত্তি না করে দীর্ঘ সময় পর পর শুনানির দিন ধার্য করা হচ্ছে। এর প্রেক্ষিতে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলাটি দায়ের করা হয়েছিল।।

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ