১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৭

ময়মনসিংহে শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের থানায় হামলা-ভাংচুর, সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম শরীফকে পুলিশ মারধর করার অভিযোগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কোতোয়ালী মডেল থানায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদেরকে ওপর কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ ১৫ জন আহত হন। আজ সকালে এসব ঘটনা ঘটে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা টাউন হল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৯ ৩:৩০ অপরাহ্ণ