খেলা ডেস্ক
তাঁর ফুটবল কৌশল কিংবা সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই। এডেন হ্যাজার্ডকে নিয়ে একটা অভিযোগ অবশ্য আছে, তিনি নাকি বলের পেছনে ছুটতেই চান না! এবার সেই অভিযোগ স্বীকার করে চেলসি মিডফিল্ডার জানালেন, সব কোচই এই কারণে তাঁর ওপর যারপরনাই বিরক্ত!
এই মৌসুমে চেলসির হয়ে দারুণ ফর্মে আছেন হ্যাজার্ড। এরই মাঝে লিগে গোল করেছেন ১০টি, অ্যাসিস্টও আছে ১০টি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা চেলসির। তবে অন্য সময়ের মতো এবারও অনেকের অভিযোগ, প্রতিপক্ষের পায়ে বল থাকলে সেটা দখলে নেওয়ার খুব একটা চেষ্টা করেন না হ্যাজার্ড। বিশেষ করে চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তে এই অভিযোগ বেশ কয়েকবার করেছেন।
হ্যাজার্ড বলছেন, শুধু কন্তে নন, সব কোচই এই ব্যাপারটা নিয়ে তাঁর ওপর বিরক্ত, ‘আমার ওপর শুধু কন্তে বিরক্ত ছিলেন না। আমার ক্যারিয়ারে সব কোচকেই আমি হতাশ করেছি। এখন সারি আমার ওপর বিরক্ত। কোচিং স্টাফের সবাই মনে করে আমার বল মার্কিং আরও বাড়াতে হবে। শুধু বর্তমান কোচ নয়, ভবিষ্যতে যারা আসবে তারাও আমার ওপর বিরক্ত হবেন! কিন্তু আমি বদলাবো না।’
এদিকে চেলসি ছেড়ে হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনটা অনেক দিনের। তবে হ্যাজার্ড এবার বলছেন, চেলসির হয়েই আরো শিরোপা জিততে চান তিনি, ‘আমি ইংল্যান্ডে কমিউনিটি শিল্ড ছাড়া সবকিছুই জিতেছি। কিন্তু তার মানে এই নয় যে আরো জিততে চাই না! বিশ্বকাপের পর আমি চেলসি ছাড়তে চেয়েছিলাম, তবে শেষ পর্যন্ত থেকে গিয়েছি। এই মৌসুম আমার ক্যারিয়ারের অন্যতম সেরা। তাই আমার মনে হয় না ভিন্ন কোনো চ্যালেঞ্জ এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন আছে।’
নিজের ওপর কোচের ‘বিরক্তির’ কথা হ্যাজার্ডের মতো এভাবে কয়জন সরাসরি বলেন?