২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৩

নেই আ.লীগ-বিএনপি, আছে মহাজোট-ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নেই। এসব আসনের অধিকাংশগুলোতে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন মহাজোট ও ঐক্যফ্রন্টের শরিক দলের নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকলেও মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল ও বাইসাইকেল প্রতীকও থাকছে নির্বাচনী মাঠে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে দুই জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘেটে এসব তথ্য পাওয়া গেছে।

প্রার্থী তালিকা থেকে জানা যায়, ঢাকা-৬ আসনে মহাজোটপ্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীক নিয়ে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

রংপুর-১ আসনে মহাজোটপ্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার লাঙ্গলের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শাহ রহমত উল্লাহ। শাহ রহমত উল্লাহ বিএনপির মনোনীতপ্রার্থী হলেও তিনি মূলত নাগরিক ঐক্যের নেতা।

মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীনের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। লক্ষ্মীপুর-১ আসনে মহাজোটের নৌকা প্রতীকে লড়বেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খান। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এখানে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শাহাদাত হোসেন সেলিম।

তালিকা থেকে আরও জানা যায়, লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার মাঝি হয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লড়বেন ধানের শীষ প্রতীকে। নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটপ্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নেতা এ কে এম সেলিম ওসমান। ধানের শীষ প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীতপ্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।

গাইবান্ধা-১ আসনে মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে লড়বেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এখানে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে থাকবেন জামায়াতের মাজেদুল ইসলাম। রংপুর-৩ আসনে মহাজোটের অন্যতম প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লড়বেন লাঙ্গল প্রতীকে। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীতপ্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে আছেন পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান।

মহাজোট-ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা থেকে জানা যায়, কুষ্টিয়া-২ আসনে মহাজোটের শরিক হিসেবে নৌকা প্রতীকে লড়বেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনে জাতীয় ঐক্যফ্রণ্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন বিএনপি মনোনীত জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা আহসান হাবীব লিংকন। পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু লড়বেন দলীয় প্রতীক বাইসাইকেল নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

কুড়িগ্রাম-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন রয়েছেন নির্বাচনী মাঠে। নীলফামারী-৩ আসনে মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেজর (অব.) রানা মো. সোহেলের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি মনোনীত জামায়াতের আজিজুল ইসলাম।

প্রার্থী তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনে মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নুর প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জেএসডি নেতা প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। ময়মনসিংহ-৮ আসনে মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নেতা ফখরুল ইমামের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা এ এইচ এম খালেকুজ্জামান।

চট্টগ্রাম-৫ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৭:১৮ অপরাহ্ণ