৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

ঘরে বসে শোনা যাচ্ছে মঙ্গলের বাতাসের শব্দ (অডিও)

মঙ্গলের শব্দ শুনতে চান ঘরে বসে? এবার সেই সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্রথম পৃথিবীর বাসিন্দারা পৃথিবী থেকেই মঙ্গলের কোনো শব্দ শোনার সুযোগ পাবে।

নাসার মঙ্গলযান ইনসাইট ল্যান্ডার মঙ্গলে পৌঁছেছিল গত ২৬ নভেম্বর। এবার সেই যান দ্বারা সংগৃহীত মঙ্গলের বাতাসের শব্দ প্রকাশ করেছে নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরি। গবেষকরা বলছেন, এই প্রথম মঙ্গল গ্রহ থেকে ভেসে আসা কোনো শব্দ শুনতে পাবেন মানুষ।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে নাসা এই শব্দটি প্রকাশ করে। নাসার বিশেষজ্ঞদের মতে শব্দটি মূলত ‘অপার্থিব’। মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের প্রাবল্য আছে। বাতাস খুবই পাতলা। গবেষকদের অনুমান মূলত ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে সেখানে।

নাসার এক পর্যবেক্ষক লরি গ্লেজ বলছেন, ‘আমরা এক নতুন বিজ্ঞানের সাক্ষী হলাম। এটা সত্যিই আনন্দের সময়।’

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ