নিজেদের বাড়িতে শান্ত পরিবেশে পাগলদের সুচিকিৎসার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেয় অপর্ণা ও অর্ষার বাবা।
কিন্তু আরও বেশি অশান্ত হয়ে যায় পাগলরা। নিয়ম করে প্রতিদিন যে সময়ের জন্য তাদের একটু মুক্ত করা হয় তখন তাদের উৎপাত আরও বেড়ে যায়।
ফলে স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটা শুরু হয় দুই বোনের। যার কারণে সর্বদাই বিপাকে থাকে তারা দু’জন।
প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’য় দেখা যায় এমন দৃশ্য। একঝাঁক তারকা অভিনয়শিল্পীর সমন্বয়ে জাহাঙ্গীর হোসেন বাবরের গল্প অবলম্বনে বরজাহান হোসেনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আশিক মাহমুদ রনি।
প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হয় এটি।