বান্দরবানে ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে জেলার রোয়াংছড়ি-রুমা সড়ক। সড়ক পথে জেলা সদর থেকে রুমা উপজেলায় যেতে যেখানে বর্তমানে ৪ ঘণ্টা সময় ব্যয় হয়, সেখানে নতুন এ সড়ক নির্মিত হলে রোয়াংছড়ি হয়ে ১ ঘণ্টায় রুমা যাওয়া যাবে। ফলে পর্যটকদের আনাগোনা বাড়বে রুমার তিনাপ সাইতার, কেউক্রাডং ও বগালেকসহ বিভিন্ন পর্যটন স্পটে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবেন পর্যটন ব্যবসায়ীসহ স্থানীয়রা।
এছাড়া প্রতিবছর যেখানে বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়কের উপর মাটি পড়ে জেলার সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে সেখানে নতুন এ সড়ক নির্মিত হলে ভোগান্তি অনেকাংশে কমবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে রুমা উপজেলা পর্যন্ত পল্লী উন্নয়ন সড়ক নির্মাণ করা হবে। গত ৮ অক্টোবর পরিকল্পনা মন্ত্রী আ.ফ.ম মোস্তাফা কামাল এ প্রকল্পের অনুমোদন দেন। ৪৮ কোটি টাকা ব্যয়ে (জিওবি অর্থে) ২০২২ সালের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে। সড়কটি নির্মাণে ইতোমধ্যে টেন্ডার আহ্বানের প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে।
এ ব্যাপারে রোয়াংছড়ির স্থানীয় সংবাদকর্মী সাই থোয়াই অং মারমা জানান, সড়কটি নির্মিত হলে রোয়াংছড়ি ও রুমায় পর্যটক বাড়ার পাশাপাশি বান্দরবান জেলায় আন্তঃযোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। এতে জুম পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য অল্প সময়ে বাজারজাত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে। এতে উপকৃত হবেন দুই উপজেলার সাধারণ মানুষ।
এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, রুমা উপজেলার বিকল্প সড়ক হিসেবে এটা ব্যবহৃত হবে। এছাড়া দুই উপজেলায় পর্যটন শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে সড়কটি।