পঁচা ও বাসি খাদ্যদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগে পল্লবীর চার রেস্টুরেন্টকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ৬ জুন, ২০১৭ মঙ্গলবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এর নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীতে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
উক্ত ভ্রাম্যমান আদালত পল্লবীর ইনভাইট থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর মোঃ সোহেল রানা (৩৯) কে পঁচা ও বাসি খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে। একই অপরাধে মায়ের দোয়া হোটেল এর মোঃ মিজান (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে পল্লবীর আল মদিনা বিরিয়ানী হাউজ এর ম্যানেজার মোঃ নুর উদ্দিন (৪৮) কে পঁচা ও বাসি খাবার রাখার অপরাধে ৫০ হাজার টাকা ও একই অপরাধে রাব্বানী হোটেল এর ম্যানেজার মোঃ কালিম (২১)কে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রমজান মাসজুড়ে চলমান ডিএমপি’র ভেজাল বিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।
ডিএমপি নিউজ
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

