১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১২

ঈদ বোনাস ও বেতন-ভাতা ২০ জুন

নিজস্ব প্রতিবেদক:   

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের চলতি মাসের বেতনসহ বোনাস ২০ জুনের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৬ জুন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহা-নিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেয়া হয়েছে।

ঈদের কেনাকাটার সুবিধার্থে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা ঈদের আগেই তাদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস তুলতে পারবেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৯:১৭ অপরাহ্ণ