২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৬

সাকিবকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের পথে ইয়াসির

আর মাত্র ২ উইকেট পেলেই বিশ্বরেকর্ড হবে ইয়াসির শাহের। সবশেষ দুবাই টেস্টে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।

সোমবার আবুধাবিতে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করেছেন ইয়াসির শাহ। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে আবুধাবি টেস্টের প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৬২ রানে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে (ক্যারিয়ারের ৩৩তম টেস্টে) ইয়াসির শাহ পৌঁছে গেছেন ১৯৮ উইকেটে।

দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়তে ইয়াসিরের আর প্রয়োজন মাত্র ২ উইকেট। মঙ্গলবার দ্বিতীয় দিনে ২ উইকেট পেলেই ক্ল্যারি গ্রিমেট ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের মালিক হবেন ইয়াসির শাহ।

সাদা পোশাকের ক্রিকেটে মাত্র ৩৬ টেস্ট খেলে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চার উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।

৫৪ টেস্ট খেলে সাকিব শিকার করেন ২০০ উইকেট। সাকিবের চেয়ে ২১ টেস্ট কম খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলকের সামনে ইয়াসির শাহ।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ