২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

মার্কিন গাড়িতে শুল্ক কমাবে চীন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছেন, তার দেশের গাড়ি রফতানিতে ৪০ শতাংশ শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন। ফলে চীনা গাড়ি বিক্রেতারা নতুন করে বাজার পুনরুজ্জীবিত করতে পারবে। এতে দশক ধরে চলতে থাকা মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ শীতল হবে। খবর রয়টার্স

এতে ট্রাম্প বলেছেন, জি-২০ সম্মেলনে চীনের সঙ্গে ৯০ দিনের বাণিজ্য যুদ্ধ বিরতির সম্মতি হয়। বর্তমান শুল্কের চেয়ে ৪০ শতাংশ কমাবে চীন।
চীনের গাড়ি আমদানিকারক সংগঠনের পরিচালক ওয়াং কান বলেছেন, যদি মার্কিন তৈরি গাড়ি আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কমানো হয় তা হবে ইতিবাচক।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৮ ৮:৫৫ অপরাহ্ণ