১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৯

দুধের শিশুকে চলন্ত অটো থেকে ফেলে হত্যা, মাকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক:

নয় মাসের শিশু কন্যাকে নিয়ে অটোযোগে বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ২৩ বছর বয়সী মা। কিন্তু বাবার বাড়ি যাওয়ার আগেই হারিয়েছেন প্রিয় সন্তানকে আর হয়েছেন গণধর্ষিত।

ভারতের দিল্লির দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে চলন্ত অটোতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার’র।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে স্বামীর সঙ্গে ঝগড়া হয় আইএমটি মানেসরের বাসিন্দা ওই তরুণীর। পারিবারিক অশান্তির জেরে সেদিন রাতে বাবার বাড়ি যাওয়ার জন্য মেয়েকে নিয়ে বের হয়েছিলেন তিনি।

শিশুকন্যাকে নিয়ে যখন দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, ওই সময় এক অটোচালক তাকে লিফ্ট দেওয়ার প্রস্তাব দেন। অটোতে আরো তিন জন যুবক ছিল।

অটোয় উঠার পর থেকেই তারা ওই গৃহবধূর সঙ্গে অশালীন ব্যবহার শুরু করে। এমনকি, তাকে যৌন নিপীড়নও করা হয়। এতে বাধা দেন তিনি। একপর্যায়ে ধস্তাধ্বস্তির মধ্যে ভয় পেয়ে যায় শিশুটি। হঠাৎ সে কাঁদতে শুরু করলে চালক চলন্ত অটো থেকেই তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এর পরেই অটোর মধ্যে থাকা তিন যুবক গণধর্ষণ করে ওই গৃহবধূকে। পরে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই নারী।

গুরুগ্রামের পুলিশ কমিশনার সন্দীপ খিরওয়ার জানান, অপরাধীদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তদের কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ