১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৭

সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

চ্যাম্পিয়নস ট্রফিটা ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে ৩০৫ রান করার পরও ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৮২ রানে অলআউট হন তামিম-সাকিবরা। জবাবে জয়ের প্রায় কাছাকাছি চলে এসেও বৃষ্টি বাধায় জয় বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একটি পয়েন্ট পেয়েছে টাইগাররা। দুই ম্যাচে এই একটি পয়েন্টই সংগ্রহ মাশরাফির দলের। হাতে রয়েছে আর একটি মাত্র ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জয় পেলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশ। আর এমনটি হবে আশা করছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজাও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি আশা প্রকাশ করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা না হওয়ায় সেখান থেকে এক পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম আমরা। সেটা সেবার আমাদের খুবই সাহায্য করেছিল। এখানেও এ রকম একটা সুযোগ আছে। তার আগে অবশ্য পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে। তেমনটা হলে অনেক কিছুই হতে পারে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভালো একটা সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন মাশরাফি। তিনি বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই, আর চার ওভার খেলা হলে নিশ্চিতভাবে ম্যাচটা তারাই জিতত। তবে পয়েন্টটা পেয়ে ভালো লাগছে। কারণ, এর ফলে একটা সুযোগ তৈরি হয়েছে। পরের ম্যাচে জিতলে সেমিফাইনালে যাব কি না, সেটা নিশ্চিত নয়, কারণ এখানে অবস্থা বেশ জটিল। তবে সুযোগটা তৈরি হওয়ায় ভালো লাগছে। টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। আর নিউজিল্যান্ডকে হারাতে পারলে শেষ চারে ওঠার ক্ষেত্রে আমাদের দারুণ একটা সুযোগ থাকবে।’

আগামী ৯ জুন কার্ডিফে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফিরা যদি সেই ম্যাচটা বড় ব্যবধানে জিতে নেয় আর অন্যদিকে নিউজিল্যান্ড যদি পরের দুটি ম্যাচেই হেরে যায়, তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ