১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২২

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ওয়েস্টইন্ডিজ

অনলাইন ডেস্ক:

প্রথম দুই ম্যাচের জয়ে সিরিজ নিশ্চিত ছিল। তবে শেষ ম্যাচেও জয় পেয়ে আফগানদের হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টি২০ সিরিজের শেষ ম্যাচে কেসরিক উইলিয়ামসের বোলিং জাদু আর মারলন স্যামুয়েলের ব্যাটিং ঝড়ে উড়ে যায় আফগানরা। ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুল নেয় ক্যারিবীয়রা।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে আফগানিস্তান।

আফগানদের পক্ষে নুর আলী ৩৫, মোহাম্মদ নবী ৩৮ এবং শরীফুল্লাহ ২৫ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট কেসরিক।

জবাবে মারলন স্যামুয়েলসের অপরাজিত ৮৯ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া এভিন লুইস ১৯ ও ল্যান্ডন সিমন্স ১৫ রান করেন।

ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন স্যামুয়েলস।

আগামী ৯ জুন সেন্ট লুসিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

দৈনিক দেশজনতা/এন আর

   

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ