২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৫

১২ জুন থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি আগামী ১২ জুন সোমবার থেকে শুরু হবে। ওই দিন থেকেই দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন সূত্র জানায়, এ সংগঠনের আওতাধীন সব বাসের আগাম টিকেট আগামী ১২ জুন গাবতলী, কল্যাণপুর ও আশপাশ এলাকার নির্দিষ্ট কাউন্টার থেকে বিক্রি শুরু হবে। জানা গেছে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের আওতায় মূলত খুলনা, বরিশাল ও উত্তরবঙ্গের গাড়ি চলাচল করে। সম্প্রতি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বাস কোম্পানিগুলোর ব্যবস্থাপকদের সভা অনুষ্ঠিত হয়। ওইসব সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন আগাম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যা-প) সংস্থা সূত্র জানায়, আজ ৭ জুন লঞ্চ মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আগাম টিকেট বিক্রি ও ঈদে স্পেশাল লঞ্চ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৭:৪০ অপরাহ্ণ