১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

ফ্লোরিডার প্রাচীন শহরে রহস্যময় টানেলের সন্ধান

একটি রহস্যজনক টানেলের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পার পার্শ্ববর্তী প্রাচীন শহর ঐতিহাসিক ইবর সিটির নিচে। এর মাধ্যমে ওই অঞ্চলে প্রাচীন টানেল নেটওয়ার্ক বিদ্যমান ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

চলতি সপ্তাহের শুরুতে স্থপতি গেরি কার্টস একটি সাইটে কিছু ছবি তুলে ধরেন এবং ফক্স ১৩-এর কাছে টানেলের বর্ণনা দেন। তিনি বলেন, একটি অফিস ভবন নির্মাতা ডেভেলপাররা যখন বাড়ি ভাঙছিলেন তখন হঠাৎ একটি টানেলে প্রবেশের পথ উন্মোচিত হয়।

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ