একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা ও তাদের হাতে চিঠি তুলে দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি মনোনয়নপ্রাপ্তদের হাতে চিঠি তুলে দিচ্ছেন তিনি। এরআগে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ প্রথম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমাদের সন্দেহ এতটুকুও বুঝার চেষ্টা করেনি নির্বাচন কমিশন। তবে আমরা মনেকরি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
সোমবার সকাল থেকে কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকেরা আসা শুরু করেন। দীর্ঘ অপেক্ষার পর বিকেল তিনটার দিকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

