২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৮

আর্জেন্টিনার ফুটবলের কলঙ্কজনক অধ্যায়!

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যেন একটা কলঙ্কজনক অধ্যায়ই তৈরি হলো। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তোদেরেসের ফাইনাল ছিল গত শনিবার। যেখানে মুখোমুখি একই শহরের দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। সেই ফাইনালের দ্বিতীয় লেগের খেলার আগেই বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালায় রিভার প্লেট সমর্থকরা। খবর বিসিবির।

বোকা জুনিয়রসের খেলোয়াড়রা আঘাত প্রাপ্ত হওয়ায় ম্যাচটি অননির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ১২৭ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম দক্ষিণ আমেরিকান ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। তবে এই ঐতিহাসিক দিনেই একটা কলঙ্কনজনক অধ্যায় রচিত হলো।

ম্যাচ মাঠে গড়ানোর আগেই বোকা জুনিয়র্সের টিম বাসে হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সমর্থকদের উশৃঙ্খলতা মাঠের বাইরে ছাড়িয়ে ড্রেসিংরুম পর্যন্ত যায়। প্রাথমিকভাবে ম্যাচটি একদিনের জন্য স্থগিত করা হয়। খেলোয়াড়রা আহত হওয়ায় পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

দু’দলের মধ্যে ফাইনালের প্রথম লেগের খেলা ২-২ গোলে ড্র হয়। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও বিবৃতি দিয়ে বলেছেন, বোকা যে খেলতে পারবে না সেই বিষয়টি আমলে নিয়েছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেস।

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ