১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

দিল্লীতে পৌঁছে অন্তরঙ্গ নিক-প্রিয়াংকা,ভাইরাল সেই দৃশ্য

মার্কিন মুলুক থেকে বিয়ে করতে ভারতে এসেছেন পরিবারসহ পপ গায়ক নিক জোনাস।

আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদভবনে বাজবে সানাই। সাত পাকে বাঁধা পড়বেন নিক ও প্রিয়াংকা।

দিল্লিতে পৌঁছেই হবু স্ত্রীর সঙ্গে দেখা করলেন নিক। পাপারাজ্জিদের ক্যামেরায় অনেকটা উচ্ছ্বসিত দেখা গেছে হবু বরকে।

দিল্লিতে পৌঁছে এই চোপড়া এবং জোনাস পরিবার একসঙ্গে ছবি তুলেছেন।

এসময় হবুস্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে নিককে।

সেসময়ের তোলা ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে ফেলেছেন প্রিয়াংকা।

ছবিতে দেখা গেছে নিকের সঙ্গে রোমান্টিক মুডে আছেন পিগি চপস।

হবু বরের আগমনে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম হোম বেবি’

দেখুন নিক-প্রিয়াংকার একান্ত মুহুর্তের ছবি:


বলিউডের বিয়ের ধুমে এবার সাজবেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, প্রিয়াংকার বিয়ে প্রায় ১৫০০ অতিথি হাজির হবেন। তবে সেই তালিকায় নেই বলিউড বাদশা শাহরুখ খান, অক্ষয় কুমার ও শাহিদ কাপুর।

বিয়ের পিঁড়িতে বসে প্রাক্তনদের মুখোমুখি হতে চান না বলেই নাকি প্রিয়াংকা তাদের আমন্ত্রণ জানান নি।

প্রসঙ্গত আগামী ২৯ নভেম্বর থেকে যোধপুরের উমেদ ভবনে শুরু হবে নিক জোনাস এবং প্রিয়াংকার বিয়ের আনুষ্ঠানিকতা।

মেহেদী, সঙ্গীত পর্ব শেষে ২ ডিসেম্বর মালাবদল করে সাতপাক ঘুরে প্রিয়াংকাকে নিজের করে নেবেন নিক জোনাস।

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ