১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

মাগুরায় চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

শ্রমিক হত্যার প্রতিবাদে মাগুরায় দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প হিসেবে যাত্রীরা অতিরিক্ত অর্থ ও অধিক সময় ব্যয় করে নসিমন, করিমন, ইজিবাইকে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

ধর্মঘটের সমর্থনে গতকাল দিনভর শ্রমিককরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করলেও আজ তা চেখে পড়েনি। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুন শনিবার সন্ধ্যায় কর্মরত অবস্থায় সদরের মালিক গ্রাম এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বাসচালক সুজন শেখ। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকাল ৯টায় রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ