১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

একতরফা নির্বাচন করার লক্ষ্যেই দ্রুত বিচার আইন সংশোধন করা হয়েছে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ২০১৪ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন করার লক্ষ্যেই দ্রুত বিচার আইন সংশোধন করে শাস্তি বাড়ানো হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের নামে নামলা দিয়ে তাদেরকে অভিযুক্ত করে জেলে ভরতেই দ্রুত বিচার আইন সংশোধন করেছে সরকার। তাদের টার্গেট আমাদের নেতাকর্মীদের জেলে ভরে ২০১৪ সালের মতো আরেকটি একদলীয় নির্বাচন করা। কিন্তু, সেটা আর হবে না। ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন এদেশের মানুষ আর করতে দেবে না।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ