১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিপরীতপাশে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হচ্ছেন মো. জাহাঙ্গীর হোসেন (২৫), মো. সায়েম (১৭) ও মো. জয়নুল (১৮)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

নিহত শ্রমিকদের সহকর্মীরা জানান, নির্মাণাধীন বহুতল ভবনের ১০তলায় লিফটের সাটারিং কাজ করার সময় মাচা ভেঙে তিনজন নিচে পড়ে যান। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ