অনলাইন ডেস্ক:
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননায় ভূষিত করেছে পশ্চিমবঙ্গের অন্যতম টেলিসিনে সোসাইটি। গত রোববার (০৪ জুন) কলকাতা শহরের নজরুল মঞ্চে তাকে এ সম্মাননা প্রদানকালে তার হাতে টেলিসিনে পুরস্কারও তুলে দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির পর রাজ্জাক বলেন, ‘কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখনকার টেলিসিনে আজীবন সম্মাননা পেলাম, তাই আমি কৃতজ্ঞ। ভারতের শিল্পীরা খুবই আন্তরিক, তাদের অনেকের সঙ্গেই আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই সম্মানের কথা আমার চিরদিন মনে থাকবে।’
পশ্চিমবঙ্গের অন্যতম টেলিসিনে সোসাইটি এবার তাদের ১৬তম আয়োজনটি করেছিল। এবারের আয়োজনে অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- শাকিব খান, আইয়ুব বাচ্চু, নুসরাত ফারিয়া, হাবিব ওয়াহিদ ও কণা। এছাড়া সেরা ছবি ‘আয়নাবাজি’সহ আরো পাঁচ বাংলাদেশি তারকাকেও পুরস্কৃত করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

