১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

তিন রেস্টুরেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমণ্ডির আবাসিক এলাকার বৈশিষ্ট্য সংরক্ষণে উচ্চ আদালতের রায় অমান্য করায় তিনটি রেস্টুরেন্টের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ছয়থ্রি, বিটার সুইট, ফোর্ক নাইফ নামের এসব রেস্টুরেন্টের মালিক যথাক্রমে মিসেস বুশরা, রুখসানা বেগম, সেগুফতা হাসান ও শাহ জামালের বিরুদ্ধে এ রুল জারি করা হয়। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে এ সংক্রান্ত এক আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ জানান, ধানমণ্ডির আবাসিক এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় সেখানে বসবাসকারীদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

তিনি আরো জানান, ২০১২ সালে হাইকোর্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এমনকি গত ১ জানুয়ারি আইনি নোটিশ পাওয়ার পরও প্রতিষ্ঠান সরানোর কোনো পদদক্ষেপ নেওয়া হয়নি। তাই বিষয়টি সোমবার আদালতে শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রুল দেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ