১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

আপনার রাশিফল

মেষ : আজ আপনার অর্থভাগ্য ও কর্মজীবনে কমবেশি উন্নতি হবে। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা আছে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। দেহ মনে স্বস্তি কয়েক বছরের তুলনায় এ বছর অনেকটা ফিরে আসবে। যারা কাজ খুঁজছেন, অর্থাৎ কর্মপ্রার্থী, তাদের জন্য দিনটি শুভ। শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীদের যোগাযোগের পথ প্রসারিত হবে। নিজের বাড়িতে বা নিকট আত্মীয়ের বাড়িতে শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কোনও আনন্দ সংবাদ আসতে পারে।

বৃষ : আজ আপনার দেহ-মনে স্বস্তি থাকবে না। অসম্ভব ব্যয়বৃদ্ধির সম্ভাবনা। যা দেহ-মনের অস্বস্তি আরো বাড়াবে। আচমকা বড় ধরণের খরচের মুখে পড়তে হবে। তবে পাল্লা দিয়ে অর্থাগমে ভাটা পড়বে না। কর্মপ্রার্থীদের কর্মলাভে বাধা থাকবে। চাকরিজীবীও পেশাদারদের কর্মজীবনে অস্বস্তি ভোগ করতে হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উত্থান না হলেও পতন হবে না। তবে উদ্বেগ অশান্তির মধ্যে ব্যবসা করতে হবে। যদিও এসবের জন্য যোগাযোগ ব্যাহত হবে না। দোষ না করেও সমালোচনার মুখে পড়তে হবে।

মিথুন : আজ মতবিরোধ, কলহ লেগে থাকতে পারে। কর্মক্ষেত্রে উদ্বেগ থাকবে ঠিকই, তবে তার মধ্যেও আসার আলো দেখা যাবে। খরচের চাপ থাকবে, তবে অর্থাগমে অসুবিধা হবে না। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না করাই ভালো। অপ্রত্যাশিত সুযোগ উৎসাহিত করতে পারে। বন্ধ, আত্মীয়ের কথা মনকে ভারাক্রান্ত করতে পারে। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে বাধা আসতে পারে। কারো মাধ্যমে উপকার হতে পারম

কর্কট : আজ আপনার আত্মীয়-স্বজনের কারণে খরচ বেড়ে যাবে। বাড়িতে আত্মীয়-স্বজন লেগেই থাকবে। অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির সম্ভাবনা। তবে সমস্যা হবে না। কিছু হারানোর সম্ভাবনা রয়েছে। কোনও খবর বিচলিত করতে পারে। তবে শুভ যোগ ও অর্থাগমের যোগ রয়েছে। দৈহিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর যাচাই না করে সকলকে চোখ বুজে বিশ্বাস করাটা উচিত হবে না। পরিকল্পনা ভেস্তে যেতে পারে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে চিড় ধরতে পারে।

সিংহ : আজ আপনার মানসিক চাপ কমতে পারে। যে যাই কাজ করুন না কেনো অর্থাগমের জন্য এই বছরটা শুভ। অর্থোন্নতির পাশাপাশি আর্থিক যোগাযোগ বাড়বে। পেশাদারদের জন্যও বছরটা ভালো। সৃষ্টিমূলক কাজে যুক্তদের সময়টা শুভ। ঐতিহাসিক জায়গায় গেলে পায়ে আঘাত পেতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। ভাল সংবাদ পেতে পারেন। সার্বিকভাবে খরচের চাপ এ বছরে কমবে। অভিমানজনিত অশান্তি হলেও সার্বিকভাবে অশান্তির মাত্রা কমবে। নতুন প্রেমে পড়তে চাইলেও সময়টা অনুকূল।

কন্যা : শারীরিক ও মানসিক শান্তি মনকে খুশিতে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। অযথা ঝামেলা থেকে মুক্তি পাবেন। কোনো প্রতিভা বা কাজের জন্য প্রশংসা কুড়বেন। আগে থেকে ভেবে রাখা কিছু বাস্তবায়িত হবে। ভ্রমণ যোগ রয়েছে। শিল্পী, সাহিত্যিক, পেশাদারদের সময় ভাল যাবে। তবে লুকোনো শত্রু বাড়তে পারে। যা মাঝেমধ্যে মানসিক স্বস্তি নষ্ট করবে।

তুলা : শুভ যোগে লাভবান হওয়ার সম্ভাবনা। হঠাৎ অর্থাগমও হতে পারে। তবে আত্মীয়দের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়দের সঙ্গে কিঞ্চিত মনোমালিন্য ও মতবিরোধ হতে পারে। যারা কলমচর্চায় যুক্ত, তাদের সুনাম বাড়বে। সম্মানও। স্বাধীন পেশার মানুষের জন্যও বছরটা শুভ। শত্রুতার হাত থেকে মুক্তি পাবেন। কাজের জন্য প্রশংসিত হবেন।

বৃশ্চিক : আজ আপনার ব্যয় হলেও অর্থাগমে অসুবিধা হবে না। সৎ চেষ্টায় সাফল্য আসবে। গুণের জন্য প্রশংসা পাবেন। কর্মজীবন ও অর্থভাগ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। কর্মপ্রার্থীদের নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও পুরানো সমস্যার সমাধান হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ বাড়তে পারে। বেড়াতে গিয়ে টাকা বা অন্য কোনও জিনিস খোয়া যেতে পারে। একে অপরকে পছন্দের উপহার দেবেন। নতুন প্রেমে ইচ্ছুকদের জন্যও সময়টা ভাল।

ধনু : মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্ম ও অর্থভাগ্যও সুপ্রসন্ন নয়। কোনো ব্যক্তির সহায়তায় আপনার উপকার হবে। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। নিকট আত্মীয়ের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাড়াহুড়ো করতে গিয়ে পায়ে আঘাত লাগতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলাই ভালো। বিবাহিতদের সাংসারিক শান্তি নষ্ট হবে। তাই মানুষজনকে বিশ্বাস কম করাই ভালো।

মকর : কর্মজীবনে লক্ষণীয় কোনো পরিবর্তন হবে না। দূরে ভ্রমণে বিপত্তির সম্ভাবনা রয়েছে। কোনও ব্যক্তি বা মহিলার বিশেষ সহায়তা লাভ করতে পারেন। সুসংবাদ পেতে পারেন। তবে আত্মীয়-বন্ধুরা আনন্দ যেমন বাড়াবে, তেমনই বিরক্তিও। ঘনিষ্ঠ কারো সঙ্গে মতবিরোধ চরমে উঠতে পারে। যা দীর্ঘকালীন মানসিক অশান্তির জন্ম দিতে পারে। এই বিরক্তি থেকেই আত্মীয় বিচ্ছেদ হতে পারে। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে।

কুম্ভ : আজ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শত্রুতা করেও কেউ ক্ষতি করতে পারবেনা। বরং অনেক দিনের সমস্যা মিটে যাবে। দূরে ভ্রমণ যোগ রয়েছে। আত্মীয়দের কাছ থেকে উপহার প্রাপ্তি হতে পারে। বিবাহিত মানুষদের সাংসারিক অশান্তি ভোগ করতে হতে পারে। সন্তানদের নিয়ে অশান্তি ভোগের সম্ভাবনাও রয়েছে। আত্মীয় বন্ধুদের থেকে উপকার পেতে পারেন।

মীন : হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হতে পারে বাড়তি আয়। তবে খরচও কম হবে না। শত্রু থেকে ক্ষতির সম্ভাবনা নেই। পূর্ব পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। কর্মপ্রার্থীরা কর্মলাভ করতে পারেন। পুরানো সমস্যা মিটে যেতে পারে। আজ কারো ভালবাসায় মন প্রসন্ন হতে পারে।

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ