১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

যৌতুক না পেয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রীকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করেছে এক পাষ- স্বামী। পাষ- স্বামী উজ্জ্বল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। আটককৃত উজ্জ্বল হোসেন সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা কলমবাগান এলাকার আলতাব হোসেনের ছেলে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে কৌশলে হাসপাতাল এলাকা থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, আটককৃত উজ্জ্বল হোসেনের সাথে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আকরাম প্রামানিকের মেয়ে সাদিয়া আক্তার পিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবিসহ নানা কারণে পারিবারিক অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রী‘র মধ্যে। এরপর মেয়ে তার বাবার বাড়ি চলে আসে। কয়েকবার স্ত্রীকে নিতে এসে ফিরেও যায় উজ্জ¦ল হোসেন। এক পর্যায়ে  রোববার বেলা ১১টার দিকে শ্বশুড় বাড়িতে গিয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিড দগ্ধ সাদিয়া আক্তার পিয়াকে পরিবারের লোকজন সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এসিড নিক্ষেপের সময় উজ্জ¦লের হাতেও কিছুটা এসিড পরে দগ্ধ হয়। গতরাতে উজ্জ¦ল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে কৌশলে তাকে আটক করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান। এ ব্যাপারে ঘটনার পর সাদিয়া আক্তার পিয়ার বাবা সদর থানায় এসিড দমন আইন ২০০২ এর ৫ খ ধারা ও তৎসহ ৩২৬ ও ৩২৭ ধারায় একটি মামলা দায়ের ( মামলা নং ১০) করেছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ