বিনোদন ডেস্ব:
কলকাতায় অনুষ্ঠিত ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা গায়কের স্বীকৃতি পেয়েছেন হাবিব ওয়াহিদ। রোববার কলকাতার নজরুল মঞ্চে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।দেশের বাইরে পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এ গায়ক। তিনি ফেসবুকে অনুষ্ঠানের ছবি শেয়ার করে ক্যাপশনে জানান, বাংলাদেশ থেকে সেরা গায়কের পুরস্কার পাওয়ায় খুবই আনন্দিত। চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান টেলিসিনে সোসাইটি ও ধ্রুব মিউজিক স্টেশনকে। অনেক হিট গান উপহার দেওয়া হাবিবকে নতুন করে পাওয়া যায় ২০১৫ সালের বৈশাখে প্রকাশিত ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের সিঙ্গেলে। এরপর থেকে নিয়মিত বিরতিতে ব্যয়বহুল সিঙ্গেল প্রকাশ করে যাচ্ছেন। তাকে সর্বশেষ শোনা গেছে ‘ঘুম’ শিরোনামের গানে। ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন মিথিলা।
এদিকে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য টেলিসিনে অ্যাওয়ার্ডে অজীবন সম্মাননা পেয়েছেন নায়করাজ রাজ্জাক। সেরা নায়ক ও নায়িকার পুরস্কার জেতেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। সেরা সিনেমার স্বীকৃতি পায় ‘আয়নাবাজি’। এছাড়া পুরস্কার পান আইয়ুব বাচ্চু ও কনা। ২০০০ সাল থেকে চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য কলকাতার টেলিভিশন ও সিনেমার কুশীলবদের সম্মাননা জানিয়ে আসছে টেলিসিনে সোসাইটি। দুই বছর ধরে স্বীকৃতি দেওয়া হচ্ছে বাংলাদেশের কলা-কুশলীদেরও।
দৈনিক দেশজনতা এন/এইচ