স্পোর্টস ডেস্ক:
সদ্য শেষ হওয়া মৌসুমটা খুব ভালো কাটেনি বার্সার। একেবারে শেষ মুহূর্তে রিয়ালের কাছে হারিয়েছে লা লিগার শিরোপা। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে শেষ আটে জুভেন্টাসের কাছে হেরে। সাফল্য বলতে শুধু কোপা দেল রের শিরোপা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন ক্লাবটির তারকা ফুটবলার লিওনেল মেসি। আর লা লিগায় বার্সার হয়ে ৩৭ গোল করা মেসি ২০১৩ সালের পর আবারও জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।এর আগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে ৭৪ পয়েন্ট পেয়ে এবার সেরা নির্বাচিত হন মেসি। লা লিগায় এবার ৩৪টি ম্যাচ খেলেছেন মেসি। মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পর্তুগাল ক্লাব স্পোর্টিং সিপির ফরোয়ার্ড বাস দস্ত। লিগে ৩৪টি গোল পেয়েছেন তিনি। ৫৮ পয়েন্ট নিয়ে এ তালিকার ষষ্ঠ স্থানে ছিলেন বার্সেলোনার আরেক তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। আর ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন ১১তম অবস্থানে।
দৈনিক দেশজনতা এন/এইচ