১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

মানিকগঞ্জে উমা দেবী হত্যায় পাঁচজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইছাক ভূইয়া, ইমান আলী, বাচ্চু, শহিদুল ইসলাম ও নান্নু মিয়া। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার। আসামিপক্ষে ছিলেন মেজবাহুল হক মেজবাহ, মাধব সাহা ও শিপ্রা রানী সাহা।

২০১০ সালের ৯ আগস্ট সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তার নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এসময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন। ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে ওই পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালত তিন জনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অন্য দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১:০০ অপরাহ্ণ