স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে দ্রুত ৪ হাজার রান করার তালিকায় তৃতীয়স্থানে নিজের নাম লিখিয়েছেন তিনি। তবে তৃতীয়স্থানে যৌথভাবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে আছেন ওয়ার্নার। কোহলির মতই ক্যারিয়ারের ৯৩তম ইনিংসে ৪’হাজার রান পূর্ণ করেন ওয়ার্নার।
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এই তালিকায় সবার উপরে আছেন। ৮১ ইনিংসে ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান করে এখন অনন্য রেকর্ডের মালিক তিনি। দ্বিতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ১৯৮৫ সালে মাত্র ৮৮ ইনিংসে ৪ হাজার রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন রিচার্ডস। আর ২০১৩ সালে রিচার্ডসের ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে ফেলে হাশিম আমলা নিজেই হয়ে যান নতুন রেকর্ডের মালিক।
দৈনিক দেশজনতা এন/এইচ