বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার পিটসবার্গের ইহুদি উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার তিনি হতাহতের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তার সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার উপস্থিত ছিলেন। রাজ্যের নির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানালেও তারা তা প্রত্যাখান করেন। খবর সিএনএনের
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন কিছুটা দূরেই বিক্ষোভ চলছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভ্যর্থনা জানান ইহুদি নেতা জেফরি মায়ারস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার। উপাসনালয়ের প্রবেশ দ্বারে মোমবাতি প্রজ্বলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘটনাস্থলে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্যরা। তবে তিনি কোনো মন্তব্য করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প নীরব থাকলেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সময় কেঁদে ফেলেন মেলানিয়া ট্রাম্প। অস্থায়ী স্মৃতিসৌধের পাশ দিয়ে হাঁটার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা খুবই খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখলাম। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইউনিভার্সিটি পিটসবার্গ মেডিক্যাল সেন্টারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন। তিনি প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।