১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৩২

একই সঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুন (৪০) নামে এক দম্পতি একই সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ওই দম্পতির দুই ছেলে এক মেয়ে আছে। এর মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্দি এবং মেয়েটির বিয়ে হয়ে গেছে। তবে কি কারণে এই দম্পতি আত্মহত্যা করছে এলাকাবাসি ও বলতে পারছে না।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ