১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

গরমে প্রশান্তি দেবে আন্ডারওয়াটার ট্রেডমিল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

ফিটনেস নিয়ে মাথাব্যথা কার না হয়? তবে, মেদ ঝরাতে জিমে গিয়ে কসরত করতে অনেকেরই বোরিং লাগে। আবার তীব্র দহনে নাজেহাল হয়ে পড়েছেন?‌ জিমে যেতে অনীহা?‌ তাঁদের জন্য সুখবর নিয়ে এল আন্ডারওয়াটার ট্রেডমিল।

বিশেষ পদ্ধতিতে তৈরি এই ড্রেড মিল আপনার ওজন যেমন কমাবে তেমনই শরীরের ব্যাথাও দূর করবে। একথায় থেরাপি এবং শরীরচর্চা। আবার ঘেমে নেয়ে এক হতে হবে না।

অথচ এক মাইল থেকে সাড়ে আট মাইল পর্যন্ত দৌড়াতে পারবেন অনায়াসে। দৌড়াতে ইচ্ছে না করলে শুধু দরকার একটা ভাল ওয়াটার স্যুট আর একটা উপযুক্ত জুতো। বিদেশে এই ধরনের ট্রেড মিল বিশেষ জনপ্রিয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ