১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

লন্ডন ব্রিজে হামলাকারীদের জানাযা নামাজ না পড়ার ঘোষণা ১৩০ ইমামের

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডন ব্রিজে পুলিশের গুলিতে নিহত তিন সন্দেহভাজন হামলাকারীরর জানাজা পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের ১৩০ ইমাম ও ধর্মীয় নেতা। পূর্ব লন্ডন মসজিদে এক সমাবেশে তারা এ ঘোষণা দেন। গত শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় সাত ব্যক্তি নিহত ও ৪৮ জন আহত হন। পরে পুলিশ তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে।

ইমাম ও ধর্মীয় নেতারা বলেন, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসীদের নামাযে জানাযায় কারও যোগ দেওয়াও উচিত না। আমরা অন্যান্য ইমাম ও ধর্মীয় নেতাদের সন্ত্রাসীদের জানাযা থেকে বিরত থাকার আহবান জানাই। কারণ ইসলামের উজ্জ্বল শিক্ষার সঙ্গে মানুষ হত্যা কখনই যায় না।

পূর্ব লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর-রহমান বলেন, ইসলাম সম্পর্কে ভীতি ছড়াতে ধর্মের অপব্যাখা করে মানুষকে দ্বন্দ্বের মধ্যে ফেলা দেওয়া এক গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কুসংস্কার মোকাবেলা বিশ্বের সব মুসলমানকে এগিয়ে আসতে হবে।

দৈনিক দেশজনতা এন/এইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ