আন্তর্জাতিক ডেস্ক:
পথিমধ্যে জোর করে অটোরিকশায় তুলে প্রথমে মায়ের কোল থেকে শিশুটিকে কেড়ে বাইরে ছুড়ে ফেলে হত্যা করে তিন দুর্বৃত্ত। পরে ওই তিনজন শিশুটির ২৩ বছর বয়সী মাকে ধর্ষণ করে। ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের। সময়টা ছিল ২৯ মে মধ্যরাত। তবে সোমবার মামলার পর এ ঘটনা প্রকাশ্যে আসে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, সন্তানহারা নির্যাতনের শিকার ওই মায়ের অভিযোগের প্রেক্ষিতে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে পুলিশ হত্যা ও উৎপীড়নের মামলা নিয়েছে পুলিশ।
সর্বশেষ অভিযোগে নির্যাতিতা পুলিশকে জানান, অটোতে তোলার মুহূর্তের মধ্যে তারা আমাকে উৎপীড়ন শুরু করে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করি এবং চিৎকার করতে থাকি। এবং আমার মেয়েও কান্নায় ভেঙে পড়েন। এরপর তারা আমার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে মারে। আমি অনেক কাকুতি-মিনতি করি, তারপরও তারা আমাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

